রাজারহাটে বাংলা বর্ষবরণে হাজারো মানুষের ঢল

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৫, ০২:০৯ পিএম
রাজারহাটে বাংলা বর্ষবরণে হাজারো মানুষের ঢল

বাঙালী জাতির ঐতিহ্য বাংলা বর্ষবরণ প্রতিবছরের ন্যায় এবারও নানা আয়োজনে জাকজমকপূর্ণভাবে কুড়িগ্রামের রাজারহাটে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পহেলা বৈশাখ সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভা যাত্রা বের করে উপজেলা শিশু পার্ক থেকে র‌্যালিটি রাজারহাট শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামন দিয়ে শিশু পার্কে মিলিত হয়। পরে উপজেলা অফিসার্স ক্লাবের সামনে বৈশাখী স্টলগুলো প্রদর্শন করে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান। এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আশাদুল হক, অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত। এ বারের বর্ষবরণ অনুষ্ঠানে রাজনীতিবিদ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, চাকুরিজীবি, ব্যবসায়ী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার  হাজারো মানুষ স্বতস্ফূতভাবে অংশ গ্রহণ করেন। শেষে উপজেলা শিশুপার্ক চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন করা হয়। অপরদিকে  পহেলা বৈশাখ সোমবার(১৪এপ্রিল) সকালে শিশু নিকেতন রাজারহাট এর আয়োজনে একটি আনন্দ শোভা যাত্রা বের করে উপজেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় মিলিত হয়ে রাজারহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্বতস্ফূর্তভাবে অনুষ্ঠান উপভোগ করেন। বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে শিশু নিকেতন রাজারহাট এর নির্বাহী পরিচালক বলেন, বাংলা নববর্ষ বাঙালীদের এক আনন্দঘন দিবস। পহেলা বৈশাখ দিবসটি যথাযোগ্য মযার্দায় আনন্দঘন পরিবেশে পালিত করা হয়। আমরাও সকলকে আনন্দ দিতে শোভাযাত্রা বের করে দিবসটি উদযাপন করি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে