গত শুক্রবার সুজানগরে পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া হৃদয় হোসেন (২৪) ও তার স্ত্রী মাসুদা মেহজাবিন মৌয়ের (২২) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সুজানগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল স্থানীয় জেলেদের সহযোগিতায় পদ্মা নদীর সাতবাড়ীয়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে। হৃদয় পাবনা সদর উপজেলার কোলচরি গ্রামের দুলাল হোসেন প্রামাণিকের ছেলে এবং মৌ একই উপজেলার বনগ্রামের মানিক হোসেনের মেয়ে।
সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান জানান, শুক্রবার অপরাহ্নে পদ্মা নদীর সাতবাড়ীয়া কাঞ্চন পার্ক এলাকায় ঈদ আনন্দ ভ্রমণে এসে নৌকাডুবিতে উক্ত হৃদয় ও তার স্ত্রী মৌ নিখোঁজ হয়। শনিবার সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সুজানগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ স্থানীয় জেলেদের সহযোগিতায় পদ্মা নদীতে বেড় জাল টেনে সাতবাড়ীয়া কাঞ্চন পার্কের দক্ষিণ পাশ থেকে তাদের লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশ যথাযথ নিয়মে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।