শরণখোলায় বড় ভাইকে দাফনের পরে মারা গেলেন ছোট ভাই

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৫, ০৪:০৩ পিএম
শরণখোলায় বড় ভাইকে দাফনের পরে মারা গেলেন ছোট ভাই

শরণখোলায় মৃত বড় ভাইকে দাফনের পরে মারা গেলেন ছোট ভাই জাহাঙ্গীর হাওলাদার (৪৮)। উপজেলার কদমতলা গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে ।

ভূক্তভোগী শোকাহত পরিবার সূত্রে জানা যায়, কদমতলা গ্রামের লাল মিয়া হাওলাদার (৬৫) মঙ্গলবার রাতে ঢাকার বাসায় ইন্তেকাল করেন। বুধবার সকালে কদমতলা গ্রামের নিজবাড়ীতে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। লাল মিয়াকে দাফনের কিছুক্ষণ পরে তার ছোট ভাই জাহাঙ্গীর হাওলাদার(৪৮) আকষ্মিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন। স্বজনরা জাহাঙ্গীরকে সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। দুই ভাই একই সময় মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশফাক হোসেন বলেন, জাহাঙ্গীর হাওলাদারকে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে