শহীদ জিয়া,র সৈনিকদের কোন ভয়ভীতি দেখিয়ে লাভ নেই: মোল্লা মফিজ

এফএনএস (আঃ লতিফ মোড়ল; ডুমুরিয়া, খুলনা) : : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৫, ০৮:২৮ পিএম
শহীদ জিয়া,র সৈনিকদের কোন ভয়ভীতি দেখিয়ে লাভ নেই: মোল্লা মফিজ

খুলনা-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোল্লা মোশাররফ হোসেন মফিজ বলেন- পবিত্র রমজান মাসে আমি কোন গিবত করতে চাই না। আমাকে নিয়ে অনেক কথা বলা হচ্ছে। অনেক মিথ্যা বানোয়াট কথা বলছে। কিন্তু আমি ঐসব কথায় কান দিতে চাই না। আমি দল করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। আমি দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের সৈনিক। তাদের আদর্শ নিয়ে রাজনীতি করছি। দলীয় মনোনয়ন যে কেউ চাইতে পারেন। আমিও মনোনয়ন প্রত্যাশী। তবে ইতোমধ্যে অনেক কথা বলা হচ্ছে।

কিন্তু তাদের ওই মিথ্যা প্রচারণার জবাব দিবেন আপনারা। তবে একটি কথা বলতে চাই, আমরা কেউ ভেসে আসিনি। আমরা ডুমুরিয়ার মা-মাটির সন্তান। তাই কোন প্রকার হুমকি ভয়ভীতি দেখিয়ে লাভ হবে না। মঙ্গলবার বিকেলে উপজেলার শহীদ স্মৃতি পরিষদ চত্বরে ডুমুরিয়া উপজেলা বাসী আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য কালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নান্নু। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা শেখ মতিয়ার রহমান বাচ্চু, অরুণ কুমার গোলদার, শেখ ফরহাদ হোসেন, শেখ শাহিনুর রহমান, শেখ জামিনুর রহমান,খান জিয়াউর রহমান জীবন, মেহেদী হাসান রাসেল, দেলোয়ার হোসেন প্রমূখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে