শেষ ওয়ানডেতেও ছিটকে গেলেন চ্যাপম্যান

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৫, ০৮:১২ পিএম : | আপডেট: ৭ এপ্রিল, ২০২৫, ০৬:৩৫ পিএম
শেষ ওয়ানডেতেও ছিটকে গেলেন চ্যাপম্যান

নিউজিল্যান্ডের ব্যাটার মার্ক চ্যাপম্যান হ্যামস্ট্রিং চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচেও খেলতে পারছেন না। তাঁর বদলি হিসেবে আবারো সুযোগ পাচ্ছেন টিম সেইফার্ট। প্রথম ওয়ানডেতে ফিল্ডিং করার সময় চ্যাপম্যান ইঞ্জুরিতে পড়েন। এরপর দ্বিতীয় ম্যাচ মিস করেন এবং শেষ ওয়ানডের আগেও সুস্থ হয়ে উঠতে পারেননি বলে নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্ট। চ্যাপম্যান প্রথম ওয়ানডেতে দারুণ ব্যাটিং করে ১৩২ রানের ক্যারিয়ার-সেরা ইনিংস খেলেছিলেন, যা নিউজিল্যান্ডকে ৭৩ রানের জয় এনে দিতে সাহায্য করে। দ্বিতীয় ওয়ানডেতেও ৮৪ রানে জিতে সিরিজ নিজেদের করে নেয় কিউইরা। চ্যাপম্যানের না থাকায় দলে কোনো প্রভাবই পড়তে দেয়নি অন্যরা। অন্যদিকে, সেইফার্ট টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলেছেন। তিনি সিরিজে সবচেয়ে বেশি রান করেন - ২৪৯ রান, স্ট্রাইক রেট ২০৭.৫০ - এবং হয়েছেন প্লেয়ার অব দ্য সিরিজ। তবে আশ্চর্যের বিষয়, টি-টোয়েন্টির দুর্দান্ত পারফর্মার হলেও তিনি পাঁচ বছর আগে শেষবার ওয়ানডে খেলেছিলেন। এ পর্যন্ত তাঁর মোট ওয়ানডে ম্যাচ সংখ্যা মাত্র ৩টি। দ্বিতীয় ওয়ানডেতে চ্যাপম্যানের পরিবর্তে একাদশে নেওয়া হয়েছিল পেসার বেন সিয়ার্সকে। সেই ম্যাচে একাদশে ছিলেন না সেইফার্ট। ওপেন করতে নেমেছিলেন নতুন মুখ রিস মারিউ। এদিকে, পুরো সিরিজে টম ল্যাথামকে হারিয়েছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচের আগেই অনুশীলনে তাঁর হাত ভেঙে যায়, ফলে তিনি ছিটকে যান সিরিজ থেকে। শেষ ম্যাচে চ্যাপম্যান না থাকলেও, ইতোমধ্যেই সিরিজ জিতে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড দল এবার চোখ রাখবে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার দিকে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে