সোমবার বিকেলে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাস স্ট্যান্ডে উমেদপুর ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে জেলা বিএনপি'র যুগ্ম সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় বিএনপি'র সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। প্রধান অতিথি তার বক্তব্য বলেন দীর্ঘ ষোল বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশটাকে গিলে খেয়েছে উন্নয়নের নাম করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। যে কারণে আজ তাদের নেত্রীকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার ওপর যেভাবে জুলুম নির্যাতন হয়রানি করা হয়েছে তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায়নি। কারণ তার দেশের প্রতি মায়া মমতা রয়েছে। বিদেশে যেয়েও এই ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনা দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাই আমাদের সবাইকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাহলে সোনার বাংলা দেশ গড়ে তোলা সম্ভব হবে। তিনি আরো বলেন দুর্নীতি চাঁদাবাজি করা যাবে না। আর যারা করবে তারা বিএনপিকে ভালবাসেনা। অন্যান্যর মধ্যে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন,বিএনপি নেতা আসাদুজ্জামান, ফিরোজ বিশ্বাস, অ্যাডভোকেট জাকারিয়া মিলন, কামরুজ্জামান টিক্কা, শহিদুল ইসলাম, মনিটরুজ্জামান হিটু, আব্দুর রাজ্জাক, তোফাজ্জল হক ও আব্দুল করিম খান সহ প্রমুখ