সন্ধ্যায় জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

এফএনএস অনলাইন: : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৫, ০২:৪৮ পিএম : | আপডেট: ৫ এপ্রিল, ২০২৫, ০২:৫১ পিএম
সন্ধ্যায় জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জরুরি সভা ডেকেছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সভাটি শুরু হবে বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক ইস্যুতে এই সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা।

সভায় উপদেষ্টা, বিশেষজ্ঞ ও শীর্ষ সরকারি কর্মকর্তারা যোগ দেবেন।

যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের আমদানি পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার এ ঘোষণা অনুযায়ী, বাংলাদেশি পণ্যে শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে। যেখানে এতদিন বাংলাদেশি পণ্যে গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে