ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা জমিয়তে উলামা ইসলামের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপজেলা সদরের মহিলা কলেজ সংলগ্ন খালি মাঠে আলেম উলামা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ প্রায় পাঁচ শতাধিক লোককে ইফতার করিয়েছেন সংগঠনটি। সংগঠনের সিনিয়র সহসভাপতি মাওলানা আজিজুল ইসলাম জালালীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব ক্বারী নুরূল ইসলাম লাল বাদশার সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, জামাতের সাবেক আমীর মাওলানা কুতুব উদ্দিন, মুফতি বশির আহমেদ, মুফতি জাবের কাসেমী, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মাওলানা এরশাদ উল্লাহ কাসেমী, মাওলানা কেফায়েত উল্লাহ মাহদী, বিএনপি নেতা মো. কাজল মিয়া ও মাওলানা মেরাজুল হক কাসেমী প্রমূখ। প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, গত ১৭ বছর এই দেশে মানবের নয়, দানবের শাসন ছিল। ভাষা আন্দোলন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধে ও গত ৫ আগষ্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তারা বলেন, যারা দিনের ভোট রাতে করে আমাদের উপর জগদ্বল পাথরের মত চেপে বসেছিল। আলেম উলামাসহ সকল সেক্টরে যারা জুলুম অত্যাচার নির্যাতন করেছেন। দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিলেন। এই দেশে তাদের আর রাজনীতি করার কোন অধিকার নেই। একটি গ্রূপ ফেসিস্ট আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে আনতে ভারতের ষড়যন্ত্রে পা দিয়েছে। সেনাবাহিনীর একটি অংশও সেই ষড়যন্ত্রে যোগ দিয়েছেন। আওয়ামী লীগ আসবে। আমরাও থাকব। তা কখনো হবে না। আ’লীগকে রাজনীতি করতে হলে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে। পিলখানা, শাপলা চত্বর, ২০২১ খ্রিষ্টাব্দে ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ জনসহ সকল হত্যাকান্ডের বিচার না হওয়া পর্যন্ত এই দেশে কোন নির্বাচন হতে দেব না। সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে একজন আলেমকে এমপি নির্বাচিত করার আহবান জানিয়েছেন বক্তারা।