সরাইলে মাওলানা নুরূল হুদা রহ. স্বরণে স্বারকগ্রন্থ প্রকাশ

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : : | প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৫, ০৪:৩৪ পিএম
সরাইলে মাওলানা নুরূল হুদা রহ. স্বরণে স্বারকগ্রন্থ প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাওলানা নুরূল হুদা রহ. স্বরণে স্বারকগ্রন্থ প্রকাশনা শোক সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার অরূয়াইলে উনার নিজ বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া মারকাজ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মৎস্য ও পশু সম্পদ কর্মকর্তা ডাক্তার ফরিদ উদ্দিন। উনার সন্তান মাওলানা খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ও সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদ (হাটখোলা) পরিচালনা কমিটির সম্পাদক মাওলানা কুতুব উদ্দিন, অধ্যাপক জহিরূল ইসলাম, মাওলানা আতাউল্লাহ, শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, হাফেজ জাহের আলী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মো. নোয়াব আলী ও মাওলানা আব্দুল হালিম প্রমূখ। বক্তারা বলেন, কীর্তিমান মনীষী বিরল কর্মবীর নুরূল হুদা গৌরবময় শিক্ষকতা আর ইমামতির পাশাপাশি দীর্ঘকাল একাধারে সমাজ পরিবর্তনে নিজেকে উৎসর্গ করেছেন। তিনি ধর্মীয় শিক্ষা প্রদানের সাথে সংস্কারমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। উনার অভাব পূরণ হবার নয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে