পাংশা উপজেলা বিএনপির ইফতার মাহফিল

এফএনএস (এম.এ. জিন্নাহ; পাংসা, রাজবাড়ি) : : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৫, ০৮:০৪ পিএম
পাংশা উপজেলা বিএনপির ইফতার মাহফিল

পাংশা উপজেলা বিএনপির উদ্যোগে পাংশা সরকারি কলেজ মাঠে  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এ আর মাহমুদুল হক রোজেনের সভাপতিত্বে ২৫ মার্চ মঙ্গলবার সন্ধ্যায়  ইফতার মাহফিল ও দুয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ২ আসনের সাবেক সংসদ সদস্য মো: নাসিরুল হক সাবু। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠানে রাজবাড়ী সদর, পাংশা উপজেলা, কালুখালী উপজেলা ও বালিয়াকান্দি উপজেলার বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য জনাব নাসিরুল হক সাবু অসুস্থতা হেতু দীর্ঘদিন ঢাকায় এবং চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছিলেন। উপজেলা বিএনপির ইফতারের তিনি উপস্থিত থাকবেন শুনে হাজার হাজার মানুষ ইফতার মাহফিলে অংশ গ্রহণ করে । প্রধান অতিথির বক্তব্যে জনাব নাসিরুল হক সাবু বলেন, আপনাদের দোয়ায় আমি সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে এসেছি। আপনারা ধৈর্য দায়িত্বশীলতার সাথে কাজ করে যাবেন। ইনশাল্লাহ আমাদের বিজয় হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে