উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৫, ০৫:৫১ পিএম : | আপডেট: ২৫ মার্চ, ২০২৫, ০৮:০০ পিএম
উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশবিরোধী ও ধ্বংসাত্মক আন্দোলন-সমাবেশে উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, "স্বাধীনতা ও জাতীয় দিবস এবং আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর করা হবে। ঈদে সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত ও নির্বিঘ্নে উৎসব উদযাপনের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"

তিনি আরও বলেন, "অপরাধী ও দেশবিরোধী কার্যকলাপে লিপ্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে যেসব ব্যক্তি বা গোষ্ঠী ধ্বংসাত্মক আন্দোলন ও সমাবেশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের গ্রেপ্তার করা হবে।"

ঈদ উপলক্ষে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট বসানো হবে। এছাড়া আবাসিক হোটেল ও বস্তিসমূহে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, পুলিশের টহল জোরদার এবং বিশেষ বিশেষ স্থানে নিরাপত্তা চৌকি স্থাপনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদে দূরপাল্লার যান চলাচল নির্বিঘ্ন করতে পদ্মা সেতু, যমুনা সেতু এবং অন্যান্য টোলপ্লাজাগুলোর কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের পূর্বের তিনদিন ও পরের তিনদিন নির্মাণ সামগ্রী বহনকারী ও লম্বা যানবাহন যেন মহাসড়কে চলাচল না করে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

ঈদের সময় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। টাকা স্থানান্তরে মানি এস্কর্ট প্রদান, জাল টাকার বিস্তার রোধ ও শনাক্তকরণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নারী ও শিশু নির্যাতন, ধর্ষণসহ যেকোনো সহিংসতার বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোর দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

গার্মেন্টসসহ অন্যান্য শিল্পকারখানার শ্রমিকদের ঈদের ছুটির পূর্বেই বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে গাফিলতি হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মাদক নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সভায় আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশের শান্তিশৃঙ্খলা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।”

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে