সন্ধ্যায় ঢাকায় আনা হচ্ছে তামিম ইকবালকে

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৫, ০৬:০২ পিএম : | আপডেট: ২৫ মার্চ, ২০২৫, ০৭:৫২ পিএম
সন্ধ্যায় ঢাকায় আনা হচ্ছে তামিম ইকবালকে

জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যায় ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। বর্তমানে তিনি গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য সচিব ও সিসিডিএমের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাসুদুজ্জামান। তিনি বলেন, ‘এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্ত। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেই তামিমকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইফতারের পর রাস্তাঘাট অপেক্ষাকৃত ফাঁকা থাকায় তখনই তাকে নেওয়া হবে।’

ঢাকার এভারকেয়ার হাসপাতালে তামিমের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। নিরাপদ যাতায়াতের জন্য সর্বোচ্চ মহল থেকে পুলিশ প্রটোকল নিশ্চিত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে তামিমকে কিছু সময়ের জন্য সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়, যেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং উন্নত চিকিৎসার স্বার্থে তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেন।

সোমবার বিকেএসপির মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং সঙ্গে সঙ্গে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। প্রথমে হেলিকপ্টারে ঢাকায় নেওয়ার পরিকল্পনা করা হলেও পরিস্থিতি বিবেচনায় তাকে গাজীপুরের নিকটবর্তী কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হৃদযন্ত্রের পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে একটি রিং পরানোর সিদ্ধান্ত নেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. আবু জাফর এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী মঙ্গলবার দুপুরে তামিমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। অধ্যাপক ওয়াদুদ জানান, ‘তামিমের হার্টের অবস্থা আপাতদৃষ্টিতে স্বাভাবিক মনে হচ্ছে। তবে ঝুঁকি এক শতাংশেরও কম হলেও সেটি বড় ধরণের জটিলতা তৈরি করতে পারে। তাই তাকে পর্যবেক্ষণে রাখা জরুরি।’

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তামিমকে ইফতারের পর পুলিশ প্রটোকলের মাধ্যমে সাভার থেকে ঢাকার বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। এই সময়ে রাস্তাঘাট অপেক্ষাকৃত ফাঁকা থাকায় যাত্রা নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।

তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে তার ভক্তরা প্রার্থনা করছেন। চিকিৎসকরা আশাবাদী, দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন দেশের অন্যতম সেরা এই ক্রিকেটার।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে