নওগাঁর মহাদেবপুর অগ্নিকান্ডে চার দোকানের প্রায় ৩০ লাখ টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে। বুধবার (১৯ মার্চ) ভোরে উপজেলা সদরের মাতাজী রোডে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো উপজেলা সদরের মরহুম বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান মুন্নুর মশিউর রহমান হাজী মিঠুর মালিকানাধীন ফার্ণিচারের দোকান, তাদের দোকানের গোডাউন, সিরাজুল ইসলামের মুদিখানার দোকান ও চামেলী রাণী দাসের ফার্ণিচারের গোডাউন।
হাজী মিঠুর দোকানের কর্মচারি জানান, রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়ি যান। ভোরে দোকানের পাশের বাড়ির ফোন পেয়ে এসে দেখেন দোকানের সব কিছু পুড়ে যাচ্ছে। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে মহাদেবপুর ও পত্নীতলা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। চার দোকানের তৈরি করা ফার্ণিচার, মেশিন, মুদি দোকানের মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল ভষ্মিভূত হয়।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা আশরাফুর রহমান জানান, ভোর সাড়ে ৪টায় অগ্নিকান্ডের খবর পেয়ে তারা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি মনে করেন।