গাবতলীর নাড়ুয়াামালায় ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া): : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৫, ০৭:৪১ পিএম
গাবতলীর নাড়ুয়াামালায় ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন

ঈদ উল ফিতর উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ কৃত  বুধবার  (১৯ মার্চ) বগুড়া গাবতলী নাড়ুয়ামালা ইউনিয়নের জনপ্রতি ১০ কেজি করে ১হাজার ৮’শ ৭২জন গরীব অসহায় মানুষদের মাঝে  ভিজিএফ চাল বিতরণের  উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান। এ সময় প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার, সমবায় কর্মকর্তা জয়নুল আবেদীন, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি ও নাড়ুয়ামালা ইউনিয়ন বিএনপি'র সভাপতি নজরুল ইসলাম টুকু, সুখানপুকুর খাদ্য গুদাম কর্মকর্তা মাহমুদুল হাসান, ইউপি সচিব আনোয়ারুল হক, হিসাব সহকারী আপিরুল ইসলাম রাফি, উদ্দোক্তা রায়হান বাদশাসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে