পাবনার চাটমোহর ভোক্তা অধিকারের অভিযানে একটি ফার্মেসীসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে পৌর সদরের পুরাতন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
অভিযান চলাকালে পৌর সদরের স্টার মোড় এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি করায় সেবা ফার্মেসী নামের একটি ওষুধের দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা না থাকায় তনু স্টোরের মালিক বিজয় কুন্ডুকে ২০ হাজার টাকা,মেসার্স হক ট্রেডার্সের মালিক জহুরুল হককে ২০ হাজার টাকা,আনিস স্টোরের মালিক আনিছুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সানি স্টোরের মালিক আমজাদ হোসেনকে নির্ধারিত মূলে চেয়ে বেশি দাম পণ্য বিক্রি করায় ১০ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় দুটি তরমুজ ব্যবসায়িকে ১০ হাজার টাকা ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় উপজেলা বোঁথর এলাকার ঘি ও ছানা ব্যবসায়ি নিকুঞ্জ ঘোষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরিস্কার অবস্থায় মিষ্টি সংরক্সণ ও বিক্রি করায় চাটমোহর নতুন বাজারে মনমোহন মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা ও নিউ মনমোহন মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে ক্যাবের পাবনা জেলার সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলম,র্যার ও ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান,এ অভিযান অব্যাহত থাকবে।