সেনবাগে ৯৩ বন্ধু গ্রুপের মিলন মেলা

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : : | প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৫, ০৫:০৬ পিএম
সেনবাগে ৯৩ বন্ধু গ্রুপের মিলন মেলা

সেনবাগে আড্ডা,কেককাটা,স্মৃতি চারণ,গান,নৃত্য,রাফেল ড্র সহ নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সেনবাগ ৯৩ বন্ধু গ্রুপের মিলন মেলা। মঙ্গলবার বিকাল ৩ টার সময় ছমির মুন্সির হাট ড্রীম কমিউনিটি সেন্টারে বন্ধু গ্রুপের আহবায়ক জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক লায়ন ফারুক ও গোলাম মর্তুজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মোহাম্মদপুর রামেন্দ্র মডেল হাইস্কুলে সাবেক র্ধমীয় শিক্ষক মাওলানা মোস্তফা সামছুজ্জামান। 

শুরুতে বন্ধুদের রজনীগন্ধা ফুল, ৯৩'র ব্যাচেই,ফিতা পরিয়ে দেওয়া হয়। এরপর ৯৩ প্রয়াত বন্ধুদের আত্মার মাগফিরাত ও জীবিতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এরপর কেকে কেটে ৯৩ বন্ধুদের মিলন মেলার উদ্বোধন করা হয়। এরপর দীর্ঘ প্রায় ৩২ বছর পর সবাই একত্রিত হতে পেরে মহান আল্লাহ নিকট শুকরিয়া আদায় করে দোয়া করা হয়। এসময় গান,নাচ ও রাফেল ড্রয়ের আনন্দে আত্মহারা হয়ে ওঠে বন্ধুরা। এসময় ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয় মোহাম্মদপুর রামেন্দ্র মডেল হাইস্কুলে সাবেক র্ধমীয় শিক্ষক মোস্তফা সামছুজ্জামান, এশিয়ান টিভির হেড অব মার্কেটি মোঃ সাখাওয়াত র্উলাহ মিলন, জহিরুল ইসলাম জহির, লায়ন ফারুক, শাহজাহান, মাসুদ রানা, কবির আহম্মদ, ডাক্তার জাহারানা বেগম,জামাল উদ্দিন বাবলু ও আবদুল মান্নাকে।

এরপর রাফেল ড্র অনুষ্ঠিত হয় এতে প্রথম পুরস্কার পান ৯৩ বন্ধু এশিয়ান টিভির সেনবাগ প্রতিনিধি সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী।এসময় সেনবগের ৯৩ বন্ধু গ্রুপের শতাধিক বন্ধু ুউপস্থিত ছিলো। চা,নাস্তা ও ডিনারের মধ্যদিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে সমন্বয়খ হিসেবে দায়ীত্ব পালন করেন,জহিরুল ইসলাম জহির,লায়ন ফারুক,ফারভেজ,জাহাঙ্গীর আলম,হেলাল উদ্দিন,আনোয়ার হোসেন,নুরজাহান বেগম প্রশুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে