সৈয়দপুরে বেড়েছে প্রকার ভেদে বিভিন্ন মুরগির দাম

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৫, ০৫:৩২ পিএম
সৈয়দপুরে বেড়েছে প্রকার ভেদে বিভিন্ন মুরগির দাম

পবিত্র রমজান মাসে নীলফামারীর সৈয়দপুর  বাজারে প্রকার ভেদে বেড়েছে বিভিন্ন মুরগির দাম। সকল প্রকার মুরগির দাম কেজিতে ১৫ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ২৯ মার্চ শনিবার জেলার ঢেলাপীর, পোড়ারহাট, রেলওয়ে গেট বাজার, রেলওয়ে বড় বাজার, সৈয়দপুর আধুনিক পৌর সবজী বাজার, চৌমহনী বাজার,কামারপুকুর বাজারসহ বেশ কয়েকটি বাজারে গিয়ে দেখা যায় মুরগীর বাড়তি দামের তালিকা দোকানে ঝুলানো। তালিকায় দেখা যায়, দেশি মুরগির কেজি ৫২০ টাকা। অথচ ওই মুরগি রমজানের পুর্বে বিক্রি দাম ছিল সাড়ে ৩শ টাকা কেজি। ব্রয়লার মুরগির কেজি ১৯০ টাকা। এটির দাম ছিল পুর্বে ১৬০ টাকা কেজি। সোনালী মুরগির কেজি ২৮০ টাকা। যা রমজানের আগে ছিল ২৬০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে পাকিস্তানি মুরগি। কালার বার্ড মুরগির কেজি ২৭০ টাকা। এটির দাম ছিল রমজানের পুর্বে ২৩০ টাকা কেজি। লেয়ার মুরগির দাম ২৬০ টাকা কেজি। যা আগে ছিল ২২০ টাকা। কর্ক মুরগির কেজি ২৬০ টাকা। এটিরও দাম আগে ছিল ১৮০ টাকা। এতে লক্ষ্য করা হচ্ছে সকল প্রকার মুরগির দাম কেজি প্রতি বেড়েছে ১৫ টাকা থেকে ৪০ টাকা।পর্যন্ত।মুরগি ব্যবসায়ি সমিতির সভাপতি জানান,ঈদে মুরগির দাম আরো বাড়তে পারে। মুরগি ক্রেতা আনোয়ার হোসেন বলেন,রমজানের আগে দেশি মুরগি নিয়েছি সাড়ে ৪শ টাকা কেজি।এখন হয়েছে ৫শ ২০ টাকা। মোক্তার হোসেন বলেন, গরুর মাংসের দাম বৃদ্ধি পাওয়ায় মুরগির দিকে ঝুকেছে ক্রেতা। যার কারণে ব্যবসায়িরা প্রতিদিন মুরগির দাম বাড়াচ্ছে। সমিতির নামে এদের একটি শক্তিশালি সিন্ডিকেট রয়েছে। মুলত এরাই দাম বাড়ায়। সমিতি বিলুপ্ত করলে দাম স্বাভাবিক হবে। তবে বাজার মণিটরিং না থাকায় ব্যবসায়ীরা নিজের ইচ্ছেমত দাম বাড়াচ্ছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে