ভোলার দৌলতখানে হাজীপুর ইউনিয়ন বিএনপি''র আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫ মার্চ দৌলতখান কলেজ রোডে হাজীপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী র্যালয় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদার। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্রি। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল তালুকদার। হাজীপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুস শহীদ মেম্বার, বিএনপি নেতা আব্দুর রহমান ভুট্টো প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণীর ও বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো'র পরকালের শান্তি, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করেন হাফেজ মাওলানা বেলায়েত হোসেন।