৯৯ লাখ ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ করে দিলো হোয়াটসঅ্যাপ

এফএনএস আইটি : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০৮:১৫ এএম
৯৯ লাখ ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ করে দিলো হোয়াটসঅ্যাপ

সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধের মাত্রা বেড়েই চলেছে, বিশেষত ডিজিটাল অ্যারেস্টের মতো নতুন আতঙ্ক সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। এই পরিস্থিতি মোকাবিলায় বড় পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারির মধ্যে সংস্থাটি প্রায় ৯৯ লাখ ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, তথ্যপ্রযুক্তি আইনের ৪(১)(ডি) এবং ৩এ(৭) ধারা মেনে এই পদক্ষেপ নিয়েছে তারা। সংস্থার লক্ষ্য, প্ল্যাটফর্মটিকে নিরাপদ রাখা এবং অপব্যবহার রোধ করা। জানুয়ারির মধ্যে মোট ৯৯ লক্ষ ৬৭ হাজার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। তার মধ্যে ১৩ লক্ষ ২৭ হাজার অ্যাকাউন্ট কোনও ইউজার রিপোর্ট ছাড়াই বন্ধ করা হয়েছে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপের স্বয়ংক্রিয় সনাক্তকরণ ব্যবস্থা ব্যবহার করে প্রতারণামূলক আচরণ শনাক্ত করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় সংস্থটি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে