আশাশুনিতে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেনের নেতৃত্বে এসআই অনাথ মিত্র, মোঃ রশিদুজ্জামান, মোঃ ফিরোজ আলম, মোঃ আলমগীর কবির অভিযান চালিয়ে সিআর-৪৬৯/২৪ এর আসামী টেকাকাশিপুর গ্রামের খালেক সানার ছেলে ওহাব আলী ও সিআর-৭৭/২৪ এর আসামী জিল্লু সরদারের ছেলে উজ্জল সরদার, আশাশুনি থানা মামলা ৫(৪)২৫ এর আসামী রুইয়ারবিল গ্রামের আব্দুল মান্নান গাইনের ছেলে আব্দুস সালাম গাইন ও শাহিন গাইন, মৃত আব্দুস সামাদ গাইনের ছেলে সাহেব আলী, ২৫(৩)২৫ মামলার আসামী দরগাহপুর গ্রামের মৃত সোবহান গাজীর ছেলে রফিকুল গাজী ও ইছরাফুল গাজীকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেন।