ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মুক্তিযুদ্ধ ভাস্কর্যে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৫খ্রি. এর প্রথম প্রহরে বুধবার সকাল ৬টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্প স্তবক অর্পন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ পুস্প স্তবক অর্পন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত ফারাবী। চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মোঃ রোজিউল্লাহ খান ও উপজেরা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ পুস্প স্তবক অর্পন অনুষ্ঠানে শহীদদের প্রতি একর পর এক শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, চরভদ্রাসন থানা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ. চরভদ্রাসন ফায়ার ষ্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা বিএনপি ও অংগ সংগঠন দল ও চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়। এসব শ্রদ্ধঅঞ্জলী অর্পন শেষে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের বিদ্বেহী আত্নার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।