লৌহজংয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৫, ০৪:৪২ পিএম
লৌহজংয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মুন্সীগঞ্জের লৌহজংয়ে নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। 

বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে ভোরে সূর্যোদয়ের সঙ্গে ৩১ বার তোপ ধ্বনির মধ্য দিয়ে উপজেলা প্রাঙ্গণে অস্থায়ী শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন,পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা করা হয়।

সকাল ৮টার দিকে উপজেলা কমপ্লেক্স মাঠে বাংলাদেশ পুলিশ বাহিনী, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে ও শরীররচর্চায় অশগ্রহণ করে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলা বালিশ কোল, যেমন খুশী সাজঁ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, মহিলা কর্মকর্তা আরাধনা কর্মকার, লৌহজং থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. হারুন অর রশীদ, পদ্মা সেতু (উত্তর) থানার ওসি জাকির হোসেন,পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান, সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েল রানা প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে