বাজিতপুরে ১২ দলীয় জোটের সমন্বয়ক ও শহীদ জিয়ার সম্পর্কে আলোচনা সভা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৫, ০৩:৪০ পিএম : | আপডেট: ২৬ মার্চ, ২০২৫, ০৩:৪০ পিএম
বাজিতপুরে ১২ দলীয় জোটের সমন্বয়ক ও শহীদ জিয়ার সম্পর্কে আলোচনা সভা

কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের রাবারকান্দি ঈদগাহ মাঠে গত মঙ্গলবার বিকেলে ১২ দলীয় জোটের সমন্বয়ক ও  জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে দেশ আজ নতুন ভাবে স্বাধীন হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সভায় জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা বলেন, গত ১৫ বছর ফ্যাসিবাদ সরকার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ হাজার হাজার নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে ফ্যাসিবাদ সরকারের প্রধান ও তার দোসররা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এসময় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য বদরুল আলম শিপু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক প্রয়াত মজিবুর রহমান মঞ্জুর ছেলে মোস্তাফিজুর রহমান মামুন, কিশোরগঞ্জ জেলার গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ উজ্জল, কিশোরগঞ্জ জেলা যুব দলের সহ-সভাপতি এডভোকেট শাহ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ওয়ালিউল্লাহ রব্বানি তৌকি, কিশোরগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক অভি, বিএনপির সাবেক উপজেলা সহ-সভাপতি হাজী কাজল ভূইয়া, বাজিতপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সভাপতি নোরেন, বাজিতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আনিছুর রহমান খোকন, যুবদলের যুগ্ম আহ্বায়ক ফ্রীদম সোহেল মাহমুদ, পৌর কৃষকদলের সভাপতি সোহেল, বাজিতপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম আশরাফ, নিকলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন ও ছাত্রদল নেতা আল মাসুদ। সবি শেষে ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পড়েন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. সেলিম।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে