এবার গণপরিষদ নির্বাচন নিয়ে মুখ খুললেন রিজভী

এফএনএস অনলাইন: : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৫, ০৮:১৫ পিএম
এবার গণপরিষদ নির্বাচন নিয়ে মুখ খুললেন রিজভী

শনিবার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে বললেন, 

“আমরা এই দেশ পেয়েছি ১৯৭১ সালে ৯ মাস যুদ্ধ করে। এখানে গণপরিষদের কথা কেন বলা হচ্ছে? কারা বলতে চাচ্ছে? মূলত একটি রাজনৈতিক দল যারা ১৯৭১ সালে রাজনৈতিকভাবে অপরাধ করেছেন;  সেই একাত্তরের স্মৃতি, ১৯৭১ এর বড় অর্জনকে দ্বিতীয় স্বাধীনতা ও গণপরিষদের নামে মানুষের মন থেকে ভুলিয়ে দিতে চান তারা। বাংলাদেশ কি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল? গণপরিষদ তখনই হয় যখন একটি দেশ নতুন স্বাধীন হয়, স্বাধীন হবার পর যে দেশে আইন থাকে না, সংবিধান থাকে না, সরকার থাকে না। তখন সেখানে একটি পরিষদ করে সংবিধান রচনা করা হয়। সরকার গঠন করা হয়।”

রুহুল কবির রিজভী বলেন,

একাত্তরে যাদের ভূমিকা বিতর্ক ছিল, যারা একাত্তরে অপরাধমূলক ভূমিকা পালন করেছে তারা না হয় তাদের ভূমিকা মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়ার জন্য দ্বিতীয় স্বাধীনতাসহ নানা কথা বলছেন। কিন্তু যারা বৈষম্যবিরোধী ছাত্রনেতা ছিলেন, নতুন রাজনৈতিক দল করেছেন, তারা যদি এইসব কথা বলেন, তবে আমাদের বড় প্রশ্ন জাগে- আপনারা কার কথায় এসব বলছেন? আপনাদের এসব কথা বলা ঠিক না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, 

“সংস্কারের কথা বলে জনগণের সঙ্গে নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছেন। একবার বলেন মার্চ, একবার জুন, একবার ডিসেম্বর। কেন আপনারা এ লুকোচুরি খেলছেন? সংস্কার চলমান প্রক্রিয়া। আর এ সংস্কার করবে নির্বাচিত সরকার। আপনারা সংস্কারের একটা প্রস্তাব দিতে পারেন।”

‘গণতন্ত্র কেড়ে নিয়েছিল শেখ হাসিনা, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেয়নি, ভোট কেন্দ্রে গরু-বাছুর ও কুকুর ঘুরে বেড়িয়েছে। এই হারানো অধিকার ফেরানোর জন্যেই আন্দোলন-সংগ্রাম হয়েছে। এখন কেন নির্বাচন হতে দেরি হবে?’-যোগ করেন তিনি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে