আশাশুনি উপজেলার প্রতাপনগরে বিশ্ব পানি দিবস পালন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় ইউনিয়নে হিজলিয়া-ঘোলা খেয়াঘাটে এ দিবস পালন করা হয়। এনজিও প্রতিনিধি সৌমিক দত্ত, ইউনুচ আলী, মিনহাজুল হক, ইউপি সদস্য, খেয়াঘাট মহাজন, মাঝি, স্থানীয় দোকানদার, গণ্যমান্য ব্যক্তি, ইমাম এবং খেয়াযাত্রীদের অংশ গ্রহনে শুরুতে লিফলেট স্টিকার বিতরণ ও পানির গুরুত্ব বোঝানো হয়। পরবর্তীতে ইউপি সদস্য, মাঝি, স্থানীয় ব্যবসায়ী, স্থানীয় জনগণ (খেয়াযাত্রী) গনস্বাক্ষর কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং তাদের অভিমত লিপিবদ্ধ করেন। সবশেষে নৌকার উপর মতবিনিময় সভা করা হয়। সভায় পানি দিবসের মূল প্রতিপাদ্য উপস্থাপন করা হয়।