কালিগঞ্জে বিশ্ব পানি দিবসে কলস বন্ধন ও খালি কলস ভাসানো কর্মসূচি পালন

এফএনএস (নিয়াজ কওছার তুহিন; কালিগঞ্জ, সাতক্ষীরা): : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৫, ০৬:৫৮ পিএম
কালিগঞ্জে বিশ্ব পানি দিবসে কলস বন্ধন ও খালি কলস ভাসানো কর্মসূচি পালন

'হিমবাহ সংরক্ষণ' প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে বিশ্ব পানি দিবসে কলস বন্ধন ও খালি কলস ভাসানো কর্মসূচি পালিত হয়েছে। বিশুদ্ধ পানির অধিকারের দাবিতে বেসরকারি সংস্থা সুশীলন এর আয়োজনে শনিবার সকালে কাঁকশিয়ালীর তীরে এ প্রতিকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। সুশীলন এর পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, কলেজ শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, এনজিও কর্মী দিপালী সরকার প্রমুখ।

বক্তারা বলেন, বেসরকারি সংস্থা সুশীলন দীর্ঘ ৩৫বছর যাবত উপকূলীয় এলাকার মানুষের জন্য নিরাপদ সুপেয় পানি নিশ্চিতের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছে। সুপেয় পানির জন্য মানুষ দীর্ঘদিন যাবত অবর্ণনীয় কষ্ট ভোগ করছে। পুকুর ও জলাশয় উন্মুক্ত রাখাসহ সুপেয় পানির সংকট দূর করতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট জোর দাবি জানান তারা। পরে উপজেলা ডাকবাংলা মোড় সংলগ্ন কাঁকশিয়ালী নদীতে খালি কলস ভাসিয়ে প্রতিকী প্রতিবাদ করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে