গাজীপুরের কালীগঞ্জে ঈদ-পরবর্তী নিরাপদ যাত্রা ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭টি মামলায় ২১ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার (৫ এপ্রিল) বিকেলে ঈদ-পরবর্তী নিরাপদ যাত্রা ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কালীগঞ্জ বাইপাস সড়কের বালীগাঁও এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬, ৬৭, ৭৬, ৮৫ ধারা লঙ্ঘনের দায়ে দুটি ড্রাম ট্রাক, একটি যাত্রীবাহী বাস এবং চারটি মোটরসাইকেলকে ৭টি মামলায় ২১ হাজার ৯ শত জরিমানা আদায় করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ। অতিরিক্ত গতি, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্রের অনিয়মের কারণে এসব মামলা দায়ের ও জরিমানা করা হয়। জনসচেতনতা বাড়ানো এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এই অভিযানের মূল লক্ষ্য। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। এ সময় বেঞ্চ সহকারী মো. আলামিন ভূঁইয়া, কালীগঞ্জ থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।