অবিরাম প্রত্যয় নিয়ে কেদারপুর সমাজকল্যান ও ক্রীড়া সংস্থা এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল ৩ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০ টায় উপজেলার কেদারপুর ইউনিয়নের ক্লাবগঞ্জ বাজারে সংগঠনের অফিস কার্যালয়ে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। কেদারপুর সমাজ কল্যান ও ক্রীড়া সংস্থা এর সভাপতি মোঃ জহিরুল হক রোকন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কাওসার শরীফ এর সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক মোঃ ফরিদ উদ্দিন হাওলাদার, কেদারপুর সমাজ কল্যান সংস্থা এর সহ সাধারণ সম্পাদক মোঃ রোকোনুজ্জামান সরদার (সাবেক ইউপি সদস্য), মোঃ ইমরান আহমেদ তপু মৃধা, সাংগঠনিক সম্পাদক ও আছিয়া ওয়াজেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ফোরকান হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম হাওলাদার, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কলেজের প্রভাষক মোঃ সিরাজুল ইসলাম, উক্ত সংগঠনের প্রচার সম্পাদক মোঃ রাজু, সহ সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ হাদিসুল ইসলাম, সদস্য মোঃ জাহিদুর রহমান নাঈম, মোঃ সেলিম, মোঃ ফারুক হোসেন, মোঃ হারুন অর রশিদ শিকদার, মোঃ মোজাম্মেল হকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কেদারপুর ইউনিয়ন সমাজ কল্যান সংস্থাটি ২০২২ সালের ৮ অক্টোবর এ যাত্রা শুরু করে এ পর্যন্ত কেদারপুর ইউনিয়নের ৫ জন ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা, একাধিক মসজিদে নগদ অনুদান, একাধিক দুস্থ পরিবার কে আর্থিক সহায়তা প্রদান করেছেন। এছাড়াও বিন্যামূল্যে স্থানীয় ৩ শতাধিক মানুষের চোখের চিকিৎসা প্রদান করেন কেদারপুর সমাজ কল্যান সংস্থা। সংগঠনে প্রায় ২ শতাধিক কর্মী সেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছেন। এদিকে বিতরণকৃত ইফতার সামগ্রীতে চিড়া-মুড়ি, ছোলা, ট্যাংক, চিনিসহ বিভিন্ন প্রকারের ইফতার সামগ্রী রয়েছে।
এদিকে কেদারপুর সমাজ কল্যাণ ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ কাওসার শরীফ সমাজসেবায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তিনি জানান মানুষের পাশে থেকে সর্বদা কাজ করে যেতে চাই সে লক্ষ্যে জনকল্যাণমূলক কাজে সবাইকে সহযোগিতার জন্য আহ্বান জানান।