ফজলুল করিম

সৎ লোককে ভোট দিয়ে এমপি নির্বাচন করলে দেশে শান্তি ফিরে আসবে

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৫, ০৮:০০ পিএম
সৎ লোককে ভোট দিয়ে এমপি নির্বাচন করলে দেশে শান্তি ফিরে আসবে

তাকওয়া অর্জনকারী আল্লাহ ভীরু সৎ লোককে চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান ও এমপি নির্বাচন করলে দেশে আইনশৃঙ্খলার উন্নয়নও শান্তি ফিরে আসবে। ধর্ষণ ছিনতাই চুরি ডাকাতি ঘুষ ও জনগণের টাকা পাচার,  লুটপাট বন্ধ হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে  ভোলা - ২ (দৌলতখান - বোরহানউদ্দিন) এলাকার  জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা ফজলুল করিম দৌলতখান পৌর জামায়াতে ইসলামীর  উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি দৌলতখানে জামায়াতে ইসলামীর অফিস ও অধ্যক্ষ জাকির হোসেন মসজিদ চত্বর  দৌলতখান পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ গোলাম মাওলার সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে  আরও বক্তব্য রাখেন, ভোলা জেলা জামায়াতে  ইসলামীর মজলিসে শুরা ও কর্মপরিষদের সদস্য মাওলানা অলিউল্লাহ কবির, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ হাসান তারেক হাওলাদার, উপজেলা সেক্রেটারী মাওলানা আশরাফ উদ্দিন ফারুক প্রমুখ। ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর নেতৃবৃন্দ ছাড়াও এলাকার বিভিন্ন পেশার ও বিভিন্ন শ্রেণীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে