দীর্ঘ ১৬ বছর পর বাবুগঞ্জে জামায়েতের ইফতার মাহফিল

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৫, ০৭:৫৬ পিএম
দীর্ঘ ১৬ বছর পর বাবুগঞ্জে জামায়েতের ইফতার মাহফিল

দীর্ঘ ১৬ বছর পর ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বিশিষ্টজনদের সম্মানে বরিশালের উপজেলা জামায়েত ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আয়োজনে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবী, ও সুধীজনদের  সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে  রমজানের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী বরিশাল মহানগর শাখার আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম সভাপতিত্বে ও সেক্রেটার আঃ ছালাম মাঝি'র সঞ্চালনায় সুধীজনদের সম্মানে  ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার সহ- সেক্রেটারী মোঃ  আজিজুর রহমান অলিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাবুগঞ্জে  শহীদ ফয়সাল হোসেন শান্তর বাবা  মো: জাকির হোসেন, অধ্যক্ষ মোহাম্মদ সবুর মাতুব্বর। বিএনপি নেতা আ: করিম হাওলাদার প্রমূখ। এছাড়াও উক্ত ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে