বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির শুক্রবার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম পরিদর্শনে এসেছেন। এ সময় তার গাড়ি বহরের সামনে আট দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়ে মানববন্ধন করেছে পটুয়াখালী কলাপাড়ার ধানখালী ইউনিয়নের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
পায়রা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা গত আট মাস ধরে অধগ্রহন করা জমির তিনগুন টাকা প্রদান, শর্ত অনুযায়ী ক্ষতিগ্রস্থ পরিবার থেকে একজন করে চাকুরী, বিদ্যুৎ কেন্দ্রের দূর্নীতিগ্রস্থ সদস্যদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণসহ আট দফা দাবি বাস্তবায়নের করে আসছে।
শুক্রবারও সকাল থেকে আন্দোলন করা গ্রামবাসীরা বিদ্যুৎ কেন্দ্রগামী সড়কে মানববন্ধন করে তাদের দাবি মেনে নেয়ার দাবিতে উপদেষ্টার গাড়ি বহর যাওয়ার আগ পর্যন্ত শ্লোগান দিতে থাকে।
পরে মানববন্ধন করে আবারও তাদের দাবি মেনে নেয়ার দাবি জানান। এসময় বক্তব্য রাখেন আন্দোলনের সমন্বয়ক রবিউল আউয়াল অন্তর। এর আগে জানুয়ারি মাসে ক্ষতিগ্রস্থ্য পরিবারের দাবি বাস্তবায়নের দাবিতে বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে কলাপাড়ার ধানখালীর ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।