গজারিয়ায় দুই শিক্ষার্থীকে অপহরণ

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৫, ১০:৪০ এএম
গজারিয়ায় দুই শিক্ষার্থীকে অপহরণ

গজারিয়া উপজেলায় পৃথক স্থান থেকে দুই কলেজ শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া ও ভবেরচর ইউনিয়ন এলাকা এই অপহরণের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (০৩ এপ্রিল) অপহরণের অভিযোগে গজারিয়া থানায় পৃথক মামলা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গজারিয়া থানার ওসি মোঃ আনোয়ার আলম আজাদ। অপহরণের শিকার শিক্ষার্থীরা হলেন মাফিয়া আক্তারের মেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী তাহমিনা আক্তার তানজিনা (২২) ও আলমগীর হেসেনের মেয়ে দশম শ্রেণির শিক্ষার্থী তাপসী রাবেয়া অরণি (১৪)।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গুগাছিয়া ইউনিয়নের মেম্বার ও শিমুলিয়া গ্রামের বাসিন্দা মো: জসীমউদ্দিনের কন্যা তাহমিনা তানজিনা (২২) ঢাকা সিটি কলেজের অনার্সের ১ম বর্ষের শিক্ষার্থী। বুধবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে শিমুলিয়া গ্রামের নিজ বসত ঘর থেকে অস্ত্রের মুখে অপহরণ করে একই ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামের রিয়াজ সরকার ও তার দলবল।

এ বিষয়ে ওই শিক্ষার্থীর মা মাফিয়া আক্তার বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ থেকে ১২ জনের নাম উল্লেখ করে থানায় সংশ্লিষ্ট আইনের ধারায় মামলা রুজু করেছেন।

এদিকে বুধবার বিকালে খালার বাড়িতে বেড়াতে আসলে শহীদ আনেয়ার আলী গার্লস স্কুল  এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী তাপশি রাবেয়া অরণিকে অপহরণ করে অন্তর মিয়া (২২) নামের এক যুবক। পরে গজারিয়া থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন ওই শিক্ষার্থীর বাবা।

গোপন সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার কয়ড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা আলমগীর হোসেনের কন্যা তাপসী রাবেয়া খালার বাড়িতে বেড়াতে এসে প্রেমের টানে খালাত ভাই অন্তরের হাত ধরে পালিয়েছেন। অভিযুক্ত অন্তর মিয়া গজারিয়া থানার ইমামপুর ইউনিয়নের মল্লিকেরচর গ্রামের বাসিন্দা হুমায়ুন ব্যাপারীর ছেলে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ জানান, অপহরণের শিকার দুই শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারীদের আটকের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে