দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় যথাযথ মর্যাদায় ২৫ শে মার্চ গণহত্যা দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে এগারোটায় হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাফিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ২৫ মার্চ ভয়াল কালো রাতে সার্চলাইট নামে গণহত্যার বিষয়ে আলোচনা করেন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্বরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন।