চিলমারীতে ছেলের বালু ভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মায়ের মৃতু

এফএনএস (মোঃ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক; চিলমারী, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৫, ০৪:০২ পিএম
চিলমারীতে ছেলের বালু ভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মায়ের মৃতু

কুড়িগ্রামের চিলমারীতে ছেলের বালু ভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার রমনা ইউনিয়নের উত্তর রমনা এলাকায় গত মঙ্গলবার বিকেল ৫টায় এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নান্টু মিয়া (৫০) এর পুত্র মমিনুল ইসলাম (২৮) বালু ভর্তি ট্রাক্টর চালিয়ে যাওয়ার সময় তার মা মমতাজ বেগম (৪৫) ছাগল নিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত: ডাক্তার মৃত ঘোষনা করে। স্থানীয় বাসিন্দা খলিলুর রহমান জানান, দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু ব্যবসা চালিয়ে আসায় ইতোপূর্বেও ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। আবারও গত মঙ্গলবার ড্রাইভার ছেলের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মায়ের মর্মান্তিক মৃত্যু হল।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে