দিনাজপুরের খানসামায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে খানসামা উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষ্যে খানসামা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ভিডিপি, খানসামা টিটিসি, অফিসার্স ক্লাব, খানসামা ডিগ্রি কলেজ, খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, খানসামা ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে নীরবতা পালন ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।