দিনাজপুরের কাহারোল উপজেলায় গতকাল বুধবার সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর শুভ সূচনা। উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের পুষ্পস্তবক অর্পন করেন প্রশাসনের পক্ষ থেকে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। পরে একে একে বীর মুক্তিযোদ্ধারা, কাহারোল উপজেলা বিএনপির পক্ষে সভাপতি মোঃ গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক, প্রভাষক মোঃ শামীম আলী সহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতা ও কর্মীরা, কাহারোল সরকারি ডিগ্রী কলেজ, কাহারোল মহিলা ডিগ্রী কলেজ, রামচন্দ্রপুর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বিভিন্ন সংগঠন একে একে নিজেদের মধ্যে স্মৃতিসৌধের মধ্যে পুষ্পস্তবক অর্পন করেন। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গ্রাম পুলিশ, রোভার স্কাউট এবং ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন। সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল উপজেলা পরিষদ একাদশ বনাম উপজেলা নির্বাহী অফিসার একাদশ, দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সদস্যগণের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।