চিরিরবন্দরে কৃতি খেলোয়াড়গণের সংবর্ধনা প্রদান

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৫, ০৪:৪৬ পিএম
চিরিরবন্দরে কৃতি খেলোয়াড়গণের সংবর্ধনা প্রদান

দিনাজপুরের চিরিরবন্দরে মহান জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কৃতি খেলোয়াড়গণের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল ২৬ মার্চ বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি খেলোয়াড়গণের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াতের রংপুর বিভাগীয় টিম সদস্য আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন মোল্লা, সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নূর এ আলম সিদ্দিকী নয়ন, জাতীয় নাগরিক পাটির উপজেলা আহবায়ক সোহেল সাজ্জাদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাবুল্লাহ সরকার প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জাতীয় কাবাডি দলের অধিনায়ক মিজানুর রহমান, স্বর্ণপদক প্রাপ্ত এ্যাথলেট মাসুদ রানা, রংপুর বিভাগীয় জুনিয়র টুর্ণামেন্ট সেরা কাবাডি খেলোয়াড় তাহমিদ বারী মিঠু, জাতীয় ভলিবল খেলোয়াড় শহিদুল ইসলাম, শাহজাহান আলী, জাতীয় সাবেক এ্যাথলেট আবু তালেব, সেরা ফুটবলার সাগর মোহন্ত, সেরা গোলরক্ষক আসাদুজ্জামান আসাদ দিনাজপুর জেলা চ্যাম্পিয়ন কাবাডি দলসহ কৃতি খেলোয়াড় ও কোচ সহকারি কোচদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সকল কর্মকর্তা, সকল বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে