দিনাজপুরের চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় মহান জাতীয় স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।
গতকাল ২৬ মার্চ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, বিএনপি, সকল সরকারি দপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলো বর্ণ্যাঢ্য র্যালীপূর্বক পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ৯ টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুজকাওয়াজ শেষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা সংবর্ধনা, কৃতি খেলোয়াড়গণের সংবর্ধনা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াতের রংপুর বিভাগীয় টিম সদস্য আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন মোল্লা, সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নূর এ আলম সিদ্দিকী নয়ন, জাতীয় নাগরিক পাটির উপজেলা আহবায়ক সোহেল সাজ্জাদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাবুল্লাহ সরকার প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সকল কর্মকর্তা, সকল বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।