বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে গাইবান্ধা জেলার সাবেক সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, মোস্তাক আহমেদ রঞ্জু ও গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মোঃ সাঈদ হোসেন জসিমকে বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে এবং তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে গাইবান্ধা জেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলা রয়েছে।