রাণীশংকৈলে গর্ভবর্তী গরুর গোস্ত এতিমখানায় বিতরণ, কসাইকে জরিমানা

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ০৬:৩২ পিএম
রাণীশংকৈলে গর্ভবর্তী গরুর গোস্ত এতিমখানায় বিতরণ, কসাইকে জরিমানা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে সোমবার (৭ এপ্রিল) আজ সকালে জবাইকরা গরুর পেটে বাচ্চা পাওয়ার অপরাধে শেখ ফরিদ নামে কসাইকে ভ্রাম্যমাণ আদালতে ৫হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে পৌর শহরের শিবদিঘি যাত্রী ছাউনি এলাকায় শেখ ফরিদ একটি গাভি গরু জবাই করে। জবাইকৃত গরুটির পেটে বাচ্চা পাওয়া গেলে বিষয়টি জানাজানি হয়। স্থানীয় লোকজন বিষয়টি প্রশাসনকে জানালে এক্সিকিউটিভ ম্যাসিজট্রেট উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান ঘটনাস্থলে গিয়ে পশু জবাই ও মাংস বিক্রি নিয়ন্ত্রণ ২০১১ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এপ্রসঙ্গে বাংলাদেশ জাময়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান মুঠোফোনে জানায়- ইসলামী রীতি অনুযায়ী গর্ভবর্তী গরুর গোস্ত খাওয়া যাবে। তবে গর্ভবর্তী গরু জবাই না করাই ভাল। উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান বলেন, গর্ভবর্তী গরু জবাই করার অপরাধে কসাইকে জরিমানা করা হয়েছে। গোস্তগুলো ৪টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে