ঘোড়াঘাটে কুরআন প্রতিযোগীতায় আন নাইম চ্যাম্পিয়ন

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৫, ০৫:১৩ পিএম : | আপডেট: ৫ এপ্রিল, ২০২৫, ০৫:১৩ পিএম
ঘোড়াঘাটে কুরআন প্রতিযোগীতায় আন নাইম চ্যাম্পিয়ন

দিনাজপুরের ঘোড়াঘাটে কুরআন তেলোয়াত প্রতিযোগীতায় হাফেজ আন-নাইম গোল্ডেন চ্যাম্পিয়ন হয়ে জিতে নিলেন নগদ ১০হাজার টাকা ও একটি সনদ। ৭ হাজার টাকা পেয়ে প্রথম রানার্সআপ হয়েছেন রাজু মিয়া ও ৫ হাজার টাকা পেয়ে ২য় রানার্স আপ হয়েছেন আকরামুজ্জামান। ৪র্থ  হয়ে ৩হাজার টাকা পান আরকান মিয়া। টপ টেনে ৬জন প্রত্যেকে পেয়েছেন ২হাজার করে টাকা। গত (৪/৪/২৫) শুক্রবার বাদ এশা স্থানীয় দক্ষিন জয়দেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে কুরআন প্রতিেিযাগীতা ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ডক্টর মেছবাহুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন। গত ২২শে রমজান কুরআন প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। ১০২ জনের প্রতিযোগীর মধ্য থেকে বিচারক মন্ডলী ৩০ জনকে ইয়েস কার্ড প্রদান করেন। পরবর্তিতে ৩০ জনের মধ্যে ১০ জনকে চুড়ান্ত বাছাই করে ফাইনাল রাউন্ডে নেওয়া হয়। অর্গানাইস ম্যানেজমেন্ট কাউন্সেল (ও,এম,সি) নামের একটি সংগঠনের উদ্যোগে ও ব্লাড ফাইটার্স এর আয়োজনে কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মুশফিকুর রহমান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে