চাঁদপুরে নদীতে যৌথ অভিযানে অবৈধ জাল, নৌকা ও বাল্কহেডসহ ১৬ জনকে আটক করা হয়েছে। চাঁদপুর জেলার মেঘনা নদীর রাজ রাজেম্বর এলাকায় শনিবার ২৯ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল, মৎস্য অধিদপ্তর চাঁদপুর, কোস্ট গার্ড এবং জেলা পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৪টি বোট ব্যবহার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন: চাঁদপুর অঞ্চল নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা, গোলাম মেহেদী হাসান, কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার, সাব-লেফটেন্যান্ট ফজলুল হক, নৌ পুলিশের এএসপি ইমতিয়াজ আহাম্মদ, পিপিএম।এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরাও এ সময় অভিযানে অংশগ্রহণ করেন। কয়েক ঘন্টার এ অভিযানে ৪টি ইঞ্জিনচালিত জেলে নৌকা থেকে ১৩ জন জেলেকে আটক করা হয়, যারা অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা মাছ শিকার করছিল।
অভিযানে ৩,০০,০০০ (তিন লক্ষ) মিটার কারেন্ট জাল এবং ৩০০ (তিনশত) কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এছাড়া, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৬ মার্চ ২০২৫ থেকে বাল্কহেড চলাচলে বিধিনিষেধ থাকা সত্ত্বেও ২৯ মার্চ ২০২৫ তারিখে মেঘনা নদীর চাঁদপুর আমিরাবাদ এলাকা থেকে ৩টি বাল্কহেড নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল অবস্থায় জব্দ করা হয়। এ সময় বাল্কহেড থেকে সুকানীসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।