পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ঝবঝবিয়া গ্রামে অগ্নিকান্ডে হতদরিদ্র ৬টি পরিবারের ৬টি ঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৯ মার্চ) বিকেলে রবিউল ইসলামের বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। তাপদাহ আর বাতাসের কারণে মূহুর্তে আগুন ছড়িয়ে পড়ে। এতে পাশাপাশি ৬টি পরিবারের ৬টি ঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থরা হলেন রবিউল ইসলাম,শাহিন মিয়া,আশরাফ আলী,শাকিল মিয়া,আক্কাস আলী ও হাকিম উদ্দিন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসকল পরিবারের সদস্যরা গাজিপুর এলাকায় গার্মেন্টসে কাজ করেন। ঈেিদর আগে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারগুলো।
এদিকে আগ্নিকান্ডের খবর পেয়ে রবিবার (৩০ মার্চ) চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে কথা বলে শান্তনা দেন। একইসাথে কম্বলসহ আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করেন। এছাড়া বাংলাদেশ জাসায়াতে ইসলামী চাটমোহর উপজেলা শাখার আমীর মওলানা মোঃ আঃ হামিদের নেতৃত্বে জামায়াতের একটি টিম ক্ষতিগ্রস্থ বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। জামায়াতের আমীর ক্ষতিগ্রস্থদের ধৈর্য্য ধরার আহবান জানান এবং মহান আল্লাহর উপর ভরসা রাখার অনুরোধ করেন।