পাবনার চাটমোহরে সম্মিলিত নন এমপিও শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠণের উপজেলা সভাপতি মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংগঠণের পাবনা জেলা সভাপতি প্রভাষক জিলহাজ উদ্দিন নয়ন। বিশেষ অতিথি ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল ও বরদানগর দাখিল মাদ্রাসার সুপার মওলানা মোঃ সাইদুল ইসলাম। বক্তব্য দেন,চলনবিল আদর্শ কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন,মাদ্রাসা সুপার আশরাফুল ইসলাম,অধ্যক্ষ হুমায়ুন কবির,সুপার তরিকুল ইসলাম,মোঃ আবু জাফর,মোঃ হারুননুর রশিদ,মোঃ আঃ সালাম,আঃ মান্নান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা নন এমপিও শিক্ষক-কর্মচারীদের দুর্দশার কথা উল্লেখ করে অবিলম্বে তাদের এমপিওভুক্তির দাবি জানান।