চাটমোহরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৫, ০৮:০৪ পিএম
চাটমোহরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর এলাকায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর একজন। নিহত কিশোর বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের লুৎফর রহমানের ছেলে লাফিজ (১৭)। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (২৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে চাটমোহর-ছাইকোলা সড়কের রামনগরে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,এদিন মাটিবাহি একটি কুত্তাগাড়ির (শ্যালো ইঞ্জিনচারিত ট্রলি) সাথে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় মোটরসাইকেল চালক লাফিজ ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন ট্রলি চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে