দিনাজপুরের চিরিরবন্দরে ঐতিহাসিক গনহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।
এসময় সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আব্দুল্লাহ আল ইফরান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আহসান হাবীব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহাবুল্লাহ সরকার, উপজেলা আইসিটি কর্মকর্তা মাইদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সম্পাদক মোঃ আব্দুল মমিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, জাতীয় নাগরিক অধিকার চিরিরবন্দর আহবায়ক সোহেল সাজ্জাদ, শিক্ষার্থী অমিয় দেব রায়, রেজোয়ানা পারভীন প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।