ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আটক

এফএনএস (এস. এম গোলাম মোস্তফা; ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৫, ০৩:৪৮ পিএম
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আটক

কুড়িগ্রামের ভুূরুঙ্গামারীতে নিষিদ্ধ  ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সালেকুর রহমান (৩৪)কে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। ৪  এপ্রিল  ১২.৩০ ঘটিকার সময় ভূরুঙ্গামারী বাজার এলাকা থেকে সালেকুর রহমানকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। আটককৃত সালেকুর ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার এলাকার  আমজাদ হোসেনের পুত্র। সে নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ  ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থা সম্পাদক ছিলেন। 

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ৪ আগস্ট ছাত্র জনতার উপর হামলা ঘটনায় দায়ের করা মামলায় আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে