জাতীয় নাগরিক পার্টির এক মতবিনিময় সভা শনিবার বিকেলে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত। বাড়ী বরগুনা।
উপস্থিত ছিলেন,সংগঠক মাহমুদুল, মীর নিলয়, শহিদ, রেজাউল, নিরয়,ইমাম হোসেন। উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান , সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ সাবেক সভাপতি জহিরুল হাসান বাদশা, মনির হোসেন কামাল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক।
ফয়সাল মাহমুদ শান্ত বলেন,আমরা বর্তমানে ২০০০ শহীদ দের ভুলতে শুরু করেছি। সাম্য ও মানবিক বৈষম্য দুর করতে হবে। আমরা নীতির পরিবর্তন চেয়েছিলাম তা হয়নি, নেতার পরিবর্তন হয়েছে। জুলাই আগষ্টে ২০০০ নিহতদের বিচারিক কার্যক্রমের দৃশ্যমান বিচার চাই। জাতীয় নাগরিক পার্টি ৩০০ আসনে প্রার্থী একক স্বতন্ত্র প্রার্থী দেয়ার সিদ্ধান্ত আছে। বরগুনার চিকিৎসা ব্যবস্থা ও রাস্তাঘাট সংস্কারে সরকার এখনো কোন উদ্দোগ নেয়নি।