ডিমলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল

এফএনএস (এমএমআই লিটন; ডিমলা, নীলফামারী) : : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৫, ১২:৪০ পিএম
ডিমলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল

নীলফামারী ডিমলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্যাগী ও প্রকৃত নেতৃত্ব দান কারীরা।  শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ডিমলা বিজয় চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিমলা স্মৃতি অম্লান চত্ত্বরে মিলিত হয়ে ঘন্টাব্যাপী বিক্ষোভ করেন তারা।

এসময় ডিমলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী নুপুর আক্তার, রাব্বি ইসলাম ও সুজন ইসলাম  বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা কমিটির যুগ্ম আহবায়ক আবু ইউসুব শাকিল প্রধান ও রাশেদ ইসলাম জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বিভিন্ন অফিস প্রধান ব্যবসায়ীদের নিকট চাঁদা দাবি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। 

ডিমলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতা-কর্মীরা জানান, নীলফামারী জেলা কমিটি স্বাক্ষরিত ৪শত জনের একটি ভূয়া কমিটি গঠন করেছে তারা, যা প্রকৃত ছাত্র আন্দোলনকারীদের বাদ দিয়ে তাদের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করা হয়েছে।

বিক্ষোভে ডিমলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ফয়জুর  রহমান ফয়েজ, রানা ইসলাম জানান প্রকৃত ছাত্র আন্দোলনের আদর্শের সাথে বেঈমানি করে গঠিত এই ভূয়া কমিটি তারা কোনোভাবেই মেনে নেবেন না। ডিমলার মাটিতে এ ধরনের প্রতারণামূলক কর্মকান্ড চলতে দেওয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন।

বক্তব্যে আন্দোলনকারীরা আরও বলেন, "আমাদের রক্ত, ঘাম ঝড়িয়ে আদায় করা আন্দোলনকে পুঁজি করে কেউ যদি ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে সকলে মিলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

এসময় আন্দোলনকারীরা প্রকৃত ছাত্র নেতৃত্বের অধীনে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রশাসনের কাছে এই ভূয়া কমিটি বাতিলসহ কমিটির চাঁদাবাজ নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনসহ তাদের কোন প্রকার প্রশ্রয় না দেওয়ার দাবি জানান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে