দুঃস্থ পরিবারের বাড়িতে ইফতার সামগ্রী বিতরন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৫, ০৩:৩৪ পিএম
দুঃস্থ পরিবারের বাড়িতে ইফতার সামগ্রী বিতরন

ওপবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থ পরিবারের বাড়িতে বাড়িতে নিজস্ব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে ইফতার সামগ্রী। জেলার গৌরনদী উপজেলার চাঁদশী সমাজসেবা সংগঠনের উদ্যোগে দ্বিতীয়দিনের ন্যায় শনিবার চাঁদশী ইউনিয়নের চারটি গ্রামের শতাধিক দুঃস্থ পরিবারের মধ্যে আলু, পিয়াজ, তেল, চিনি, মুড়ি, ছোলা, মসুর ডালসহ মোট ১১ প্রকার খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. পলাশ সরদার, কোষাধ্যক্ষ মো. রাশেদ সিকদার ও ক্রীড়া সম্পাদ মো. রানা সরদারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক মো. পলাশ সরদার বলেন, সংগঠনের সদস্যদের অর্থায়নে প্রতিবছরের ন্যায় এবছরও সাধ্যমত ইফতার সামগ্রী দুঃস্থ পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে। সকলের সহযোগিতায় ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে